বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সর্বশেষ তাঁকে গাইতে দেখা গেছে রোজার ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় দেশাত্মবোধক গানটির সুর করেছিলেন হানিফ সংকেত। এবার ‘কিছু কিছু সুখ’ শিরোনামে আরেকটি নতুন গান কণ্ঠে তুলেছেন এই ‘কোকিলকণ্ঠী’।
বিজ্ঞাপন
গীতিকার নজরুল বলেন, ‘আপুকে রাজি করানোটাই একটা চ্যালেঞ্জ। অনেক অনুরোধের পর রাজি হয়েছেন। তবে ভিডিওতে অংশ নিতে রাজি হননি। শুধু স্টুডিও ভার্সনে থাকবেন তিনি। স্যাড-রোমান্টিক ঘরানার গানটি সবার ভালো লাগবে। ’