kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

বিশ্রামে আছেন তিশা

রংবেরং প্রতিবেদক   

১৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্রামে আছেন তিশা

গতকাল ফেসবুকের বিভিন্ন গ্রুপে তানজিন তিশার একটি ছবি ঘুরছিল, সেখানে দেখা যায়, অভিনেত্রীর ডান হাতে ব্যান্ডেজ। জানা গেল, রবিবার সন্ধ্যায় শুটিং করতে গিয়ে হাতে গুরুতর চোট পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাতে ব্যান্ডেজ নিয়ে বাসায় ফেরেন তিশা। এখন বাড়িতে বিশ্রামেই আছেন।

বিজ্ঞাপন

তিশা বলেন, ‘একটা ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। হাত ফুলে গেছে, নাড়াতে কষ্ট হচ্ছে এখনো। বিজ্ঞাপনচিত্রটির শুটিং আরো বাকি, আশা করছি এক সপ্তাহের মধ্যে সেরে উঠব এবং বাকি কাজ শেষ করতে পারব। ’

একটি মুঠোফোন কম্পানির শুভেচ্ছাদূত তানজিন তিশা। পণ্যটির বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন অভিনেত্রী। তাঁর সঙ্গে আছেন জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদও। বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা আগা নাহিয়ান।সাতদিনের সেরা