মেঘবেলা
গতকাল থেকে বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মেঘবেলা’। প্রতি রবি ও সোমবার রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিকটি। রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা ইসমত আরা চৌধুরী শান্তি। অভিনয়ে শাহেদ শরিফ খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া বৃষ্টি, নাবিলা ইসলাম, দীপা খন্দকার, খালেকুজ্জামান, মাসুম আজিজ, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, জয়শ্রী কর জয়া, মানস বন্দ্যোপাধ্যায়, ঈশানা, আমিন আজাদ প্রমুখ।
বিজ্ঞাপন