kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

আরো খবর

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে* এবার ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবিই ভালো ব্যবসা করায় আবার ছবি মুক্তির হিড়িক শুরু হয়েছে ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ২০ মে মুক্তি পাবে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’। ৩ জুন মুক্তি পাবে দুটি ছবি—‘ভাই’ ও ‘আগামীকাল’। জুনের দ্বিতীয় সপ্তাহেও মুক্তি পাবে আরো দুটি ছবি।

বিজ্ঞাপন

* কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক মেলা মার্শ্যে দ্যু ফিল্মসের ভারতীয় স্টলে দেখানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব—একটি জাতির রূপকার’-এর টিজার। সেখানে উপস্থিত থাকবেন ছবিটির পরিচালক শ্যাম বেনেগাল।

* ‘কেজিএফ ২’ মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল ‘কেজিএফ ৩’ নির্মাণের। তবে ছবিটি নিয়ে সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি। গতকাল প্রযোজক বিজয় কিরাগান্দুর জানিয়েছেন, খবরটি সঠিক। শুধু তাই নয়, নতুন কিস্তিতে নায়ক যশের সঙ্গে দেখা যেতে পারে প্রভাস ও এনটিআর জুনিয়রের মতো তারকাদেরও।

* ‘বলিউড আমাকে অ্যাফোর্ড করতে পারবে না’ বলায় তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল টুইটার। অবশেষে মত বদলালেন মহেশ। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, প্রস্তাব পেলে বলিউডের ছবিতে অভিনয় করবেন।

* সানি দেওলের পুত্র ‘পাল পাল দিল কে পাস’ ছবির অভিনেতা করণ দেওলের বাগদান সম্পন্ন হয়েছে। কণে প্রয়াত চলচ্চিত্রকার বিমল রায়ের নাতনি দৃষা। করণ ও দৃষা শৈশবের বন্ধু। পারিবারিকভাবে আয়োজিত বাগদান অনুষ্ঠানে ছিলেন ধর্মেন্দ্র, সানি ও ববি দেওল।

* কবীর খানের ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি’তে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

* ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসবে আগামী বছরের ১৩ মার্চ।

* এক পুরুষকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আমেরিকান অভিনেতা-প্রযোজক অ্যান্ডি ডিক।সাতদিনের সেরা