kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

মহাখুশি চঞ্চল

রংবেরং প্রতিবেদক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহাখুশি চঞ্চল

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। দারুণ ব্যবসাসফল ছবিটির পর সেলিম আরো দুটি ছবি নির্মাণ করলেও ছিলেন না চঞ্চল। দীর্ঘ ১৩ বছর পর আবার সেলিম-চঞ্চল এক হয়েছেন। ‘পাপ পুণ্য’ নামের ছবিটি ২০ মে বাংলাদেশের পাশাপাশি মুক্তি পাবে উত্তর আমেরিকার ১১২টি থিয়েটারে।

বিজ্ঞাপন

এটি বাংলাদেশের, এমনকি বাংলা চলচ্চিত্রের জন্য ইতিহাস। এর আগে আর কোনো বাংলা চলচ্চিত্র দেশের বাইরে এত হলে মুক্তি পায়নি। খবরটি জেনে মহাখুশি চঞ্চল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা নিজের অনুভূতি জানিয়ে লেখেন, “উত্তর আমেরিকার দর্শকদের জন্য আমার অনেক ভালোবাসা জমে আছে। এর আগে সেখানে ‘আয়নাবাজি’ ও ‘দেবী’ ছবি দুটি বড় সফলতা পেয়েছিল। এবার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো কানাডা ও আমেরিকার ১১২টি থিয়েটারে ‘পাপ পুণ্য’ মুক্তি দিচ্ছে। হল লিস্ট দেখে মনটা ভরে গেছে। ভালো লাগছে এই ভেবে, কানাডা ও আমেরিকার ১২ লাখ বাংলাদেশি চাইলেই কাছের থিয়েটারে দেশের সিনেমা উপভোগ করতে পারবেন। ” শিগগির বাংলাদেশের হল লিস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা সেলিম।সাতদিনের সেরা