kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

নচিকেতা-আসিফের গানের বিষয় বঙ্গভঙ্গ

রংবেরং প্রতিবেদক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনচিকেতা-আসিফের গানের বিষয় বঙ্গভঙ্গ

নচিকেতা চক্রবর্তী, আসিফ আলতাফ

একই গানে দুই বাংলার দুই শিল্পীর কণ্ঠে উঠে এলো বঙ্গভঙ্গের আফসোস আর সীমান্তে কাঁটাতারের ক্ষোভ। দুই শিল্পীর একজন বাংলাদেশের আসিফ আলতাফ, অন্যজন পশ্চিমবঙ্গের কিংবদন্তি শিল্পী, যিনি দুই বাংলায়ই সমান জনপ্রিয়—নচিকেতা চক্রবর্তী। ‘কাঁটাতার’ শিরোনামের গানটি ৮ মে প্রকাশ পেয়েছে আসিফ আলতাফের  ইউটিউব চ্যানেলে। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আসিফ আলতাফ নিজেই।

বিজ্ঞাপন

প্রযোজনা করেছে ‘চিরকুট’ সদস্য পাভেল আরিনের বাটার কমিউনিকেশন।

গানের কথায় রয়েছে সওয়াল-জবাব। বাংলাদেশ-ভারত সীমান্তে এপার থেকে আসিফ গাইছেন ‘কাঁটাতারের এপার থেকে/ দেখছি তুমি আছোই সুখে/ রাজত্বটা তোমার শাসনে/ বসে আছো সিংহাসনে। ’ জবাবে নচিকেতাও সুরে সুরে বললেন, ‘দূর থেকে মনে হয়/ সুখেই আছি আমি বোধ হয়/ সুখ আসলে কার চরণে/ জানে খোদা জানে ভগবানে...!’

গানটি তৈরির নেপথ্যের গল্প বললেন আসিফ আলতাফ, ‘নচিকেতা চক্রবর্তী বেপরোয়া একজন সত্যভাষী শিল্পী। তাঁকে ভেবেই গানটি লিখেছিলাম। সংশয় ছিল তিনি গাইবেন তো! বন্ধু পাভেল আরিন গানটি শুনেই সিদ্ধান্ত নিল প্রযোজনা করবে। আর একসঙ্গে গাইব আমি ও নচিকেতা! রেকর্ডিংয়ের সময় নচিকেতার আন্তরিকতা আর পেশাদারি মনোভাব ছিল লক্ষণীয়। আমার লেখা-সুরে, আমাকে সঙ্গে নিয়েই তিনি গাইলেন, এটা আমার একটা বিশাল অর্জন। বঙ্গভঙ্গ নিয়ে আমার মনের কথা, ক্ষোভের কথা উঠে এসেছে গানে, সঙ্গে নচিকেতার সাহসী উপস্থিতি। বিশ্বাস করি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। ’

গানচিত্রে অংশ নিয়েছেন নচিকেতা-আসিফ দুজনই। ‘কাঁটাতার’ গানচিত্রটি নির্মাণ করেছেন মোমিন বিশ্বাস।সাতদিনের সেরা