আলমগীর ও রুনা লায়লা ছবি : সংগৃহীত
কলকাতার নজরুল মঞ্চে গতকাল সন্ধ্যায় হয়ে গেল ‘কলকাতা টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর। পশ্চিমবঙ্গের তারকাদের পাশাপাশি বাংলাদেশ থেকে হাজির হয়েছিলেন রুনা লায়লা, আলমগীর, মমতাজ, আরিফিন শুভ, আজমেরী হক বাঁধন, ববি হক, সোমনুর মনির কোনালসহ আরো অনেকে। জমকালো এই অনুষ্ঠানে এবার আজীবন সম্মাননা জানানো হয়েছে আলমগীর ও রুনা লায়লাকে। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন মমতাজ ও কোনাল।
বিজ্ঞাপন
কলকাতা থেকে মুঠোফোনে কোনাল বলেন, ‘এবার ২০১৯, ২০২০ ও ২০২১—একসঙ্গে তিন বছরের পুরস্কার দিয়েছে আয়োজকরা। আমি গর্বিত, যে মঞ্চে রুনা ম্যামকে আজীবন সম্মাননা জানানো হলো, সেই মঞ্চেই আমি সেরা গায়িকার পুরস্কার পেয়েছি। আমি সব সময় রুনা ম্যামকে আমার আদর্শ মনে করেছি। তাঁর চোখের সামনে এই অর্জনগুলো আমাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। ’
এর আগে ২০১৭ সালের ২ জুন নজরুল মঞ্চে অনুষ্ঠিত হওয়া ‘কলকাতা টেলিসিনে অ্যাওয়ার্ড ২০১৮’তে আজীবন সম্মাননা পেয়েছিলেন ববিতা।