বাংলায় ইরানি ছবি ‘জিরো ফ্লোর’
বৃহস্পতিবার চরকিতে বাংলায় মুক্তি পেয়েছে ইরানি ছবি ‘জিরো ফ্লোর’। ওয়াহিদ তেহরানে রওনা দেয় তার চার বছরের ছোট ছেলের সার্জারি বন্ধ করতে। তার আগেই মৃত্যু হয় শিশুটির। এই মৃত্যুর জন্য ওয়াহিদ দায়ী করে তার সাবেক স্ত্রী ফাহিমাকে।
বিজ্ঞাপন