ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত দুটি ছবির (‘গলুই’ ও ‘বিদ্রোহী’) সঙ্গে এক ছবি (‘শান’) নিয়ে লড়াইয়ে নেমেছিলেন সিয়াম আহমেদ। প্রথম সপ্তাহে শাকিবের ‘বিদ্রোহী’ চলেছিল ১০২ হলে, ‘গলুই’ ২৮ হলে। সিয়াম অভিনীত ‘শান’ চলেছিল ৩৪ হলে। দ্বিতীয় সপ্তাহে এসে ‘বিদ্রোহী’র হল কমেছে ২২টি, অর্থাৎ ৮০টি হলে চলছে ছবিটি।
বিজ্ঞাপন
‘গলুই’ ও ‘শান’ কর্তৃপক্ষ গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় সপ্তাহের হললিস্ট প্রকাশ করেছে। তবে ‘বিদ্রোহী’ ছবির হললিস্ট প্রকাশ করেনি শাপলা মিডিয়া। তবে প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রেজাউল করিম বাদল জানালেন, দ্বিতীয় সপ্তাহে প্রায় ৮০টি হলে চলছে ছবিটি।