অভিনেত্রী আশনা হাবিব ভাবনা যুক্তরাজ্যের রেক্সহ্যাম গ্লিন্ডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। গতকাল তিনি সনদপত্রও হাতে পেয়েছেন। আনন্দঘন সেই মুহূর্তের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিজ্ঞাপন
ভাবনা খোঁচা দেওয়া মানুষগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা না থাকলে এই অর্জন হতো না বলে জানিয়েছেন। বলেন, ‘যারা আমাকে ছোট করে, টেনে ফেলে দিতে চায়, আমাকে দেখলে হাসে, আমি সত্যিই তাদের ভালোবাসি। তারা আছে বলেই আমি নিজের মতো করে চলতে পারি। ’