kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

দক্ষিণ ভারতীয় ছবি প্রসঙ্গে নওয়াজ

বিমান চলছে পানিতে, মাছ উড়ছে আকাশে

রংবেরং ডেস্ক   

২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিমান চলছে পানিতে, মাছ উড়ছে আকাশে

নওয়াজউদ্দিন সিদ্দিকী

ভারতজুড়ে প্যান ইন্ডিয়া মুভির (ভারতের সব অঞ্চলে মুক্তি পাওয়া ছবি) জয়জয়কার। দক্ষিণ ভারতের বড় বাজেটের এসব ছবি দেখতে লোকে হুমড়ি খেয়ে পড়ছে সিনেমা হলে। ‘পুষ্পা—দ্য বিগিনিং, ‘আরআরআর’, ‘কেজিএফ—চ্যাপ্টার টু’—দক্ষিণ ভারতের এই ছবি তিনটি সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন ভাষার দর্শককে মোহিত করেছে। প্রথম দুটি তেলুগু, শেষেরটি কন্নড় ভাষার ছবি।

বিজ্ঞাপন

যদিও প্রতিটিই মুক্তি পেয়েছে পাঁচ ভাষায়—তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দিতে।

বড় বাজেটের ছবিগুলোর কারণে কম ও মধ্যম বাজেটের ছবিগুলো দাঁড়াতেই পারছে না। এ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘প্যান ইন্ডিয়া’র ছবিগুলো নিয়ে তির্যক মন্তব্যও করলেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেতা। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, “করোনার লকডাউনের সময় ঘরে বসে সারা পৃথিবীর সিনেমা দেখেছে দর্শক। ভেবেছিলাম দর্শকের স্বাদ বদলেছে। কিন্তু কিসের কী! এখন যে ধরনের সিনেমা হচ্ছে, তাতে মনে হচ্ছে ‘স্কিল গায়া তেল লেনে। ’ অতিমাত্রায় বিনোদন দিলেই যেন ছবি হিট। ”

সঙ্গে নওয়াজ আরো বলেন, “এখন কম বাজেট, মাঝারি বাজেটের ছবি হলে মুক্তি পাওয়াই অসম্ভব হয়ে পড়েছে। একমাত্র বড় বাজেটের ছবিই হলে মুক্তি পাচ্ছে। এসব ছবি দেখে সবাই অবাক হচ্ছে। বিমান চলছে পানিতে, মাছ উড়ছে আকাশে। এগুলো আসলে ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স, দেখতে আমারও ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই? ভাগ্য ভালো ওটিটির কল্যাণে আমরা এখনো ‘কোডা’ বা ‘কিং রিচার্ড’-এর মতো কিছু ভালো ছবি দেখতে পারছি। ”সাতদিনের সেরা