একই সঙ্গে গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তাঁর কণ্ঠের অনেক গান কালজয়ী। গানের পাশাপাশি দীর্ঘদিন চাকরি করেছেন। পার করছেন পরিপাটি এক জীবন।
বিজ্ঞাপন
আড়াই বছর ধরে বইটি লিখেছেন তিনি। এই দীর্ঘ সময়ে তিনি অন্য কোনো কাজে মন দেননি বলেও জানান। হাদী আরো বলেন, ‘আমাদের দেশেই শুধু নয়, সারা বিশ্বের শিল্পীরা নিজেদের ব্যাপারে একটু উদাসীন হন। নিজের জীবনী লিখতেও অনীহা তাঁদের। আমিও উদাসীন ছিলাম। কিন্তু প্রকাশক আমাকে এক প্রকার লিখিয়েই ছেড়েছেন। আমিও লিখতে পেরে নিজেকে হালকা মনে করছি। ’
‘জীবনের গান’ প্রকাশ করেছে প্রথমা। বইটি অনলাইনেও কেনা যাবে। ২০ শতাংশ ছাড়ে বর্তমান মূল্য ৩২০ টাকা।