kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

অভিষেক হচ্ছে ভাগ্যশ্রীকন্যার

রংবেরং ডেস্ক   

২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅভিষেক হচ্ছে ভাগ্যশ্রীকন্যার

মা ভাগ্যশ্রীর সঙ্গে অবন্তিকা

জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, চাঙ্কি পাণ্ডে থেকে পূজা বেদি—গেল কয়েক বছরে বলিউডে অভিষেক হয়েছে বেশ কয়েকজন তারকার পুত্র-কন্যার। ভাগ্যশ্রীকন্যা অবন্তিকা দশানিই বা বাদ যাবেন কেন। তিনি যে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নিতে চলেছেন সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। ২৭ জানুয়ারি মুক্তি পেল অবন্তিকার অভিষেক সিরিজ ‘মিথ্যা’র পোস্টার।

বিজ্ঞাপন

সেটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে অবন্তিকা লিখেছেন, ‘প্রথম ওয়েব সিরিজের ঘোষণা দিতে পেরে আনন্দিত ও কৃতজ্ঞ। ’

রোহিত সিপ্পির পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিরিজে অবন্তিকার সঙ্গে আছেন দুই বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে।

প্রথমবার বলিউড প্রজেক্টের জন্য অভিনয় প্রসঙ্গে অবন্তিকা বলেন, ‘পর্দায় নানা ধরনের চরিত্র তুলে ধরার চ্যালেঞ্জ নেওয়ার রোমাঞ্চকর যাত্রা শুরু হলো। প্রথম প্রজেক্টের সঙ্গে যুক্ত সব কলাকুশলী ও আমার প্রতিভাবান সহকর্মীদের ধন্যবাদ। সবাই আমার মতো নবাগতকে সাদরে গ্রহণ করেছেন। ’ অবন্তিকার আগে তাঁর ভাই অভিমন্যু দশানিরও বলিউডে অভিষেক হয়েছে। ২০১৮ সালে তিনি বহুল প্রশংসিত ‘মর্দ কো দর্দ নাহি হোতা’র জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছিলেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেসসাতদিনের সেরা