মেগাসিটি মুম্বাই—ফ্রম স্লামস টু স্কাইস্ক্রাপারস
ভারতের অন্যতম মেগা সিটি মুম্বাইয়ে ধনী আর বস্তিবাসী পাশাপাশি থাকে। প্রতিদিনই শহরটিতে বাড়ছে সুউচ্চ ভবন। যেসব অট্টালিকাকে জায়গা দিতে বস্তিবাসীকে শহর ছাড়তে হচ্ছে। এ নিয়ে বিশেষ তথ্যচিত্র দেখা যাবে রাত ১১টা ১৫ মিনিটে ডি ডাব্লিউ টিভিতে।
বিজ্ঞাপন