‘শেষ পাতা’ ছবিতে প্রসেনজিৎ
► ওপার বাংলার নামি পরিচালক অতনু ঘোষের ছবিতে তৃতীয়বারের মতো দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পরিচালকের ‘শেষ পাতা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। আগে একই পরিচালকের ‘ময়ূরাক্ষী’ ও ‘রবিবার’ ছবিতে দেখা গেছে প্রসেনজিেক।
► শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়।
বিজ্ঞাপন
► প্রায় দুই দশক পর ফের একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে হৃতিক রোশান-কারিনা কাপুর খান জুটিকে। ‘জংলি’ পিকচারের ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি।
► মাধুরী দীক্ষিতের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’ ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে নেটফ্লিক্সে। আগে সিরিজটির নাম ছিল ‘ফাইন্ডিং অনামিকা’। এতে আরো আছেন সঞ্জয় কাপুর, মানব কর প্রমুখ।
► সামির কারনিকের নতুন কমেডি ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত ও সুনীল শেঠিকে।
► কভিডের কারণে স্থগিত হওয়া জন আব্রাহামের ‘অ্যাটাক’ ২৫ ফ্রেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে জনের বিপরীতে আছেন রাকুলপ্রীত সিং।
► স্ট্রিমিং সাইটগুলোর ব্যাপক উত্থানে সিনেমার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিনেতা-পরিচালক শন পেন। অস্কারজয়ী এই অভিনেতা মনে করেন, কভিডের প্রভাবে পুরো সিনেমা ব্যবসার ধরনই বদলে গেছে।
► ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ‘সাকসেশন’, ‘টেড ল্যাসো’, ‘ডোপেসিক’। পুরস্কার অনুষ্ঠান হওয়ার কথা ১২ মার্চ।