কার্ডি বি
ইউটিউবার লাতাশা কিবির সঙ্গে বহুল আলোচিত মামলা জিতলেন হালের জনপ্রিয় র্যাপার কার্ডি বি। দুই সপ্তাহের শুনানি শেষে ২৪ জানুয়ারি দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের আটলান্টার আদালত র্যাপারকে ১০ লাখ ডলার (প্রায় ৮৬ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন। এ ছাড়া চিকিৎসা খরচ হিসেবে লাতাশা কিবিকে আরো দুই লাখ ৫০ হাজার ডলার (প্রায় দুই কোটি ১৪ লাখ টাকা) পরিশোধ করতে হবে। ঘটনার সূত্রপাত বছর তিনেক আগে।
বিজ্ঞাপন
মামলায় জয়ের পর কার্ডি বির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা ভীষণ স্বস্তির। কারণ পুরো বক্তব্যই ছিল মিথ্যা। ’
সূত্র : পেজ সিক্স