kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

নতুন ওয়েব সিরিজে মিথিলা

রংবেরং প্রতিবেদক   

২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনতুন ওয়েব সিরিজে মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা

এক সপ্তাহের জন্য ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এসেই চুক্তিবদ্ধ হন ইয়াসির আরাফাত জুয়েলের ওয়েব সিরিজ ‘দ্য হলি গান’-এ। ১৯ জানুয়ারি থেকে মিরপুরের বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং। সিরিজটিতে মিথিলার সহশিল্পী গায়ক ও অভিনেতা আগুন।

বিজ্ঞাপন

২৪ জানুয়ারি পর্যন্ত শুটিং করে গতকাল আবার ভারতে ফিরে গেছেন মিথিলা।

সিরিজটি সম্পর্কে পরিচালক জুয়েল বলেন, ‘থ্রিলার ঘরানার গল্প। ছয় পর্বের সিরিজ এটি। মিথিলার চরিত্র সম্পর্কে এখন কিছু বলতে চাই না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ আছে। তবে দর্শক নতুন কিছু পাবেন এটা নিশ্চিত করতে পারি। ’

মিথিলা ভারতে থাকাকালীন মোবাইলে জুয়েলের কাছে গল্প সংক্ষেপ শুনেছিলেন। এরপর হোয়াটসঅ্যাপে তাঁর কাছে পাণ্ডুলিপি পাঠানো হয়েছিল। জুয়েল আরো বলেন, ‘মিথিলা প্রথম থেকেই ভালো গল্পে কাজ করেন। আমি তাঁকে গল্প শোনানোর সময় ভয়ে ভয়ে ছিলাম। যদি পছন্দ না হয় তাহলে তো তিনি রাজি হবেন না। অথচ চরিত্রটিতে তাঁকে খুব দরকার। পরে দেখলাম তিনি গল্পটি পছন্দ করেছেন। আমাকে শিডিউলও দিলেন। শুটিং স্পটে তাঁর মুখে শুনলাম শুধু আমার সিরিজটিতে অভিনয় করতেই তিনি এবার বাংলাদেশে এসেছেন। ’

‘দ্য হলি গান’-এ আগুন ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, চমক, আহমেদ রুবেল, দীপা খন্দকারসহ অনেকে। আসছে ভালোবাসা দিবসে সিরিজটি মুক্তি পাবে সিনেবাজ অ্যাপস-এ।সাতদিনের সেরা