ভূতাকালাম
রাহুল সাদাসিভান পরিচালিত মালয়ালাম হরর-মিস্ট্রি ছবি ‘ভূতাকালাম’ সরাসরি মুক্তি পেয়েছে ‘সনি লিভ’ অ্যাপে। মুক্তির পর থেকে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে ছবিটি। গল্প এক সাধারণ পরিবারের। যেখানে পরিবারের এক সদস্যের মৃত্যুর পর থেকে মা ও ছেলেকে অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হতে হয়।
বিজ্ঞাপন