বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ
প্রায় ১৭ বছর পর ২০২১ সালে নতুন করে ফের সম্পর্কে জড়িয়েছেন হলিউডের দুই বড় তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। এরপর দুজনকে প্রকাশ্যেই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে বিভিন্ন চলচ্চিত্র উৎসব, সমুদ্রসৈকত আর বিভিন্ন রেস্টুরেন্টে। শোনা যাচ্ছে, দ্বিতীয় মেয়াদে প্রেমে জড়ানোর পর দুজনেই বেশ সিরিয়াস তাঁদের সম্পর্ক নিয়ে। বিভিন্ন সূত্র মতে, শিগগিরই বাগদান হবে তাঁদের।
বিজ্ঞাপন
এর আগে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রেম করেন বেন ও লোপেজ। তখন তাঁদের ডাকা হতো ‘বেনিফার’ নামে।
সূত্র : পেজ সিক্স