kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

শিগগিরই বেনিফারের বাগদান

রংবেরং ডেস্ক   

২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিগগিরই বেনিফারের বাগদান

বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ

প্রায় ১৭ বছর পর ২০২১ সালে নতুন করে ফের সম্পর্কে জড়িয়েছেন হলিউডের দুই বড় তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। এরপর দুজনকে প্রকাশ্যেই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে বিভিন্ন চলচ্চিত্র উৎসব, সমুদ্রসৈকত আর বিভিন্ন রেস্টুরেন্টে। শোনা যাচ্ছে, দ্বিতীয় মেয়াদে প্রেমে জড়ানোর পর দুজনেই বেশ সিরিয়াস তাঁদের সম্পর্ক নিয়ে। বিভিন্ন সূত্র মতে, শিগগিরই বাগদান হবে তাঁদের।

বিজ্ঞাপন

বছরের শেষে হতে পারে বিয়েও! ‘জেন ও বেন খুব দুজনের সান্নিধ্য ভীষণ উপভোগ করছেন। তাঁরা সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চান। তাঁদের বাগদান কেবল সময়ের ব্যাপার মাত্র,’ জানায় তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র। দুজনের সম্পর্ক আরো গাঢ় হয়েছে গেল মাসে বেনের সাবেক স্ত্রী জেনিফার গার্নারের এক সাক্ষাৎকারের পর। যেখানে সন্তানের প্রতি বেন যথেষ্ট মনোযোগী নয় বলে অভিযোগ করেন গার্নার, যা নাকচ করে পাল্টা বিবৃতি দেন লোপেজ। গার্নারের বক্তব্যকে ডাহা মিথ্যা বলে উল্লেখ করে বলেন, ‘বেন সন্তানদের প্রতি খুবই যত্নশীল। ’

এর আগে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রেম করেন বেন ও লোপেজ। তখন তাঁদের ডাকা হতো ‘বেনিফার’ নামে।

            সূত্র : পেজ সিক্সসাতদিনের সেরা