kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

আরো খবর

২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►         প্রথম বাংলাদেশি হিসেবে প্রখ্যাত মিউজিক ইন্সট্রুমেন্ট ব্র্যান্ড রোলান্ড অ্যান্ড বোস-এর সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন ‘বেসবাবা’খ্যাত সুমন।

►         মুম্বাইয়ের খার ওয়েস্টে সাত কোটি ৮০ লাখ রুপিতে নতুন বাড়ি কিনেছেন অক্ষয় কুমার।

►         রোহান সিপ্পির থ্রিলার ছবি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে ভাগ্যশ্রীকন্যা অবন্তিকা দশানির।

►         কভিড নেগেটিভ হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বিজ্ঞাপন

►         প্রখ্যাত মার্কিন অভিনেত্রী রেজিনা কিংয়ের একমাত্র সন্তান অ্যালেক্সান্দার জুনিয়র আত্মহত্যা করেছেন। ২৬ বছর বয়সী তরুণের আত্মঘাতী হওয়ার কারণ জানা যায়নি।

►         ডিজনি প্লাসের সিরিজ ‘স্টার ওয়ারস—অশোকা’য় দেখা যাবে মেরি এলিজাবেথ উইনস্টিডকে।

►         এ বছরই নেটফ্লিক্সে অভিষেক হবে ড্যানিয়েল ক্রেগের। মুক্তি পাবে তাঁর ছবি ‘নাইভস আউট ২’।

►         বিরতির পর অভিনয়ে ফিরছেন জনি ডেপ। ফরাসি অভিনেত্রী-পরিচালক মইওয়েনের নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।

►         ফের পেছাচ্ছে টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’-এর সপ্তম ও অষ্টম কিস্তি। ছবি দুটি এখন মুক্তি পাবে ২০২৩ ও ২০২৪ সালে।

►         মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, প্রেমে মজেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও দ্য উইকেন্ড।

►         নতুন জেমস বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এদ্রিস এলবা, জানিয়েন খোদ সিরিজের প্রযোজক বারবারা ব্রকলি।সাতদিনের সেরা