kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

সারোগেসিতে মজেছে ভারতীয় চলচ্চিত্র

রংবেরং প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসারোগেসিতে মজেছে ভারতীয় চলচ্চিত্র

‘বাবা বেবি ও’ ছবির একটি দৃশ্য

গর্ভ ভাড়া করে সন্তান জন্মদানের পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় সারোগেসি। এ পদ্ধতি ব্যবহার করে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন, নিক জোনাস হয়েছেন বাবা। এরপর নতুন করে আলোচনায় সন্তান জন্মদানের এই পদ্ধতি। ২২ জানুয়ারি প্রিয়াঙ্কা মা হওয়ার পরদিনই (আজ) মুক্তি পেল ওপার বাংলার ছবি ‘বাবা বেবি ও’-এর ট্রেলার।

বিজ্ঞাপন

কাকতালীয়ভাবে এই ছবির বিষয়ও সারোগেসি! ট্রেলারে দেখা যায়, এক নারীর গর্ভ ভাড়া করে জোড়া সন্তানের পিতা হন অবিবাহিত যীশু সেনগুপ্ত। সিঙ্গেল ফাদার হিসেবে তার নানা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যায় গল্প। সারোগেসি নিয়ে ইংরেজি, বেলজিয়ান, ভারতের নানা আঞ্চলিক ভাষায় ছবি হলেও বাংলা ছবি এই প্রথম। ছবিতে আরো আছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সোলাঙ্কি রায়। মুক্তির আগে থেকেই এ ছবির গান ব্যাপক জনপ্রিয়। ছবির সংগীত পরিচালক আমেরিকা প্রবাসী বাংলাদেশি তড়িৎ প্রকৌশলী চমক হাসান।

তবে ‘বাবা বেবি ও’ ছাড়াও সারোগেসি নিয়ে হালের আলোচিত আরেকটি ছবি ‘মিমি’। গেল বছর নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয় কৃতি শ্যানন অভিনীত ছবিটি। ভারতে প্রতিবছর অনেক বিদেশি নাগরিক আসে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দিতে। অনেকের দারিদ্র্যের সুযোগ নিয়ে চড়া দামে তাদের গর্ভ ভাড়া নেয়। কমেডির আড়ালে ছবিতে পরিচালক এই নির্মম সত্য তুলে ধরার চেষ্টা করেছেন। ‘মিমি’ মারাঠি ছবি ‘মালা আই ভাহাইছি’-এর হিন্দি রিমেক। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া হিট ছবি ‘গুড নিউজ’-এও সারোগেসি, টেস্ট টিউব বেবি প্রসঙ্গ এসেছে। ছবির প্রযোজক করণ জোহর নিজেই একই পদ্ধতিতে বাবা হয়েছেন। এ ছাড়া সারোগেসি পদ্ধতিতে বাবা হয়েছেন শাহরুখ খান, আমির খান, তুষার কাপুর প্রমুখ।

সূত্র : আনন্দবাজার, হিন্দুস্তান টাইমসসাতদিনের সেরা