আনা ডে আরমাস
মামলা হয়েছে হলিউডের নামি প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের বিরুদ্ধে। করেছেন জনপ্রিয় কিউবান অভিনেত্রী আনা ডে আরমাসের দুই ভক্ত। ঘটনাটা বেশ মজার। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল কমেডি ছবি ‘ইয়েসটারডে’।
বিজ্ঞাপন
কিন্তু ট্রেলারে আরমাসকে দেখা গেলেও মূল ছবিতে তিনি কেন ছিলেন না? জানা গেছে, ছবিতে রোক্সানে চরিত্রে সত্যিই অভিনয় করেছিলেন আরমাস। কিন্তু অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া সংস্করণে তাঁর চরিত্রটি সম্পাদনা করে বাদ দেওয়া হয়, তবে ট্রেলারে ঠিকই রয়ে যান আরমাস। মামলা প্রসঙ্গে ইউনিভার্সাল মন্তব্য করতে রাজি হয়নি। তাকে নিয়ে এত কাণ্ড ঘটে গেলেও চুপ রয়েছেন আনা ডে আরমাসও।
সূত্র : ভ্যারাইটি