‘দূরে কোথাও আছি বসে’ গানটি গেয়ে দারুণ জনপ্রিয়তা পান তৌসিফ। এরপর ‘এক পলকে’, ‘কেটে যায় নিঝুম রাত’, ‘মনের আঙ্গিনা’সহ আরো কিছু গান জনপ্রিয়তা পায় তাঁর কণ্ঠে। ২০১১ সালে প্রকাশ পায় তৌসিফের ‘অনিদ্রা’ অ্যালবাম। সেই অ্যালবামে গাওয়া ‘দিলাম তুলে’ গানটিও জনপ্রিয় হয়েছিল।
বিজ্ঞাপন
দীর্ঘ ১১ বছর পর আবার নতুন করে প্রকাশিত হয়েছে ‘দিলাম তুলে’। তাসনিম আহমেদ সাদাফের কথায় গানটির সুর ও সংগীত করেছিলেন তৌসিফ নিজে। জি সিরিজের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ পেয়েছে গানটি। তৌসিফ বলেন, ‘আমার সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় ২০১৭ সালে। এরপর একটু আড়ালেই ছিলাম। এই গানটি নতুন করে জি সিরিজ থেকে বেরিয়েছে তাও জানতাম না। গান থেকে হয়তো বেশিই দূরে সরেছিলাম। তবে এ বছরই নতুন করে ফিরছি। অনেক প্রজেক্ট হাতে আছে। আমার বিশ্বাস, শ্রোতাদের কাছে আগের মতোই গ্রহণযোগ্যতা পাব। ’