kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

আরো খবর

১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦    কভিড পজিটিভ ওপার বাংলার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। নিজের বাড়িতেই রয়েছেন স্বেচ্ছানির্বাসনে।

♦    অক্ষয় কুমার ও কৃতি শ্যানন অভিনীত ‘বচ্চন পাণ্ডে’ মুক্তি পাবে ১৮ মার্চ।

♦    তিন বছরে তিন গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন জন আব্রাহাম।

বিজ্ঞাপন

‘এক ভিলেন রিটার্নস’-এর জন্য নিয়েছেন ২১ কোটি রুপি।

♦    কভিডের কারণে এ পর্যন্ত বলিউডে ১৫০০ কোটি রুপির ব্যাবসায়িক ক্ষতি হয়েছে, বিশ্লেষণ বক্স অফিস বিশ্লেষকদের।

♦    ‘বিগ বস’ তামিলের উপস্থাপনায় ফিরছেন কমল হাসান। ‘বিগ বস আলটিমেট’ দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

♦    ‘পুষ্পা—দ্য রাইজ’-এর সাফল্যের পর আল্লু অর্জুনের আগের ছবি ‘আলা ভাইকুনথাপুরামুলু’র হিন্দি সংস্করণ ফের মুক্তি পাচ্ছে। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস থেকে দেশটির বিভিন্ন হলে দেখা যাবে ছবিটি।

♦    ‘জাস্টিস লীগ’ ছবির সেটে গাল গ্যাদতের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক জস উইডেন। বলেছেন, ‘ভাষাগত সমস্যার’ কারণেই এ ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে।

♦    প্রয়াত মার্কিন গায়ক প্রিন্সের মোট সম্পত্তির পরিমাণ ১৫ কোটি ৬৪ লাখ ডলার। জানিয়েছে মার্কিন সরকারের সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস [আইআরএস]।সাতদিনের সেরা