kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

আরো খবর

১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

বিপ্লব চক্রবর্তী

♦    ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’, ‘আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না’র জনপ্রিয় গানের গায়ক-সুরকার বিপ্লব চক্রবর্তী রবিবার ভোরে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫০।

♦    ‘চিরকুট’ ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমির মা শেলি খাতুন গতকাল ভোরে মারা গেছেন। চার বছর ধরে তিনি জরায়ুমুখ ক্যান্সারে ভুগছিলেন।

বিজ্ঞাপন

♦    ওপার বাংলার প্রখ্যাত নাট্য অভিনেত্রী শাঁওলি মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে ১৬ জানুয়ারি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

♦    ‘পাঠান’ ছবিতে নিজের স্টান্ট নিজেই করবেন দীপিকা পাড়ুকোন।

♦    কিংবদন্তি মালয়ালাম অভিনেতা মামুত্তি কভিড পজিটিভ।

♦    ‘দঙ্গল’খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারির নতুন ছবিতে জুটি হচ্ছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। এর আগে ‘যুগ যুগ জিয়ো’ নামে আরেকটি ছবিতে অভিনয় করেন বরণ-কিয়ারা। ছবিটি এখনো মুক্তি পায়নি।  সাতদিনের সেরা