ধুলোকণা
ধুলোকণা
একটি যৌথ পরিবারে কেনা হলো নতুন গাড়ি। কিন্তু গাড়ি রাখার গ্যারেজই তো নেই! অগত্যা রাখা হলো উঠানে। গাড়ি তো হলো, চালাবে কে? কাকতালীয়ভাবে হাজির লালন ওরফে লাল, যে কিনা ড্রাইভারের চাকরি খুঁজছে। নতুন এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রয় ও মানালি দে।
বিজ্ঞাপন
গানে গানে বর্ষপূর্তি
নয় পেরিয়ে আজ দশ বছরে পা রাখছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও ৯০.৮ এফএম। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী প্রতিষ্ঠান দুটির গুলশান নিকেতনের কার্যালয়ে চলবে সীমিত অনুষ্ঠানমালা। শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, অতিথি বরণের পাশাপাশি দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখতে এশিয়ান টিভির পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পরিবেশনায় ‘গানে গানে বর্ষপূর্তি’।