kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

ফের করোনায় আক্রান্ত নূর

শুটিং পেছাল ‘পোর্ট্রেট’-এর

রংবেরং প্রতিবেদক   

১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুটিং পেছাল ‘পোর্ট্রেট’-এর

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। রবিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। পরদিন সকালেই তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আসাদুজ্জামান নূরের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বিজ্ঞাপন

কোনো ধরনের উপসর্গই দেখা দেয়নি, তবু জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য নমুনা জমা দেন নূর। ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। বাড়তি সতর্কতার জন্য গতকালই হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গতকালই তুহিন হোসেনের ‘পোর্ট্রেট’-এর শুটিং করার কথা ছিল নূরের। নাটকটিতে নূরের সঙ্গে অভিনয় করবেন অর্চিতা স্পর্শিয়া। নূর অসুস্থ হয়ে পড়ায় নাটকটির শুটিং পিছিয়ে দিয়েছেন তুহিন। পরিচালক বলেন, ‘নূর ভাই আশা করছেন শিগগিরই সুস্থ হয়ে যাবেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমার নাটকটির শুটিং করতে পারবেন। ’

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সে সময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।সাতদিনের সেরা