‘ইশারা’ গানের রেকর্ডিংয়ে ন্যানিস ও ইমরান
‘এক পৃথিবী প্রেম’, ‘বলো না একবার’, ‘অবাক প্রেম’, ‘ঠিক বেঠিক’, ‘ভালো আছি ভালোবেসে’সহ বেশ কিছু জনপ্রিয় দ্বৈত গানে পাওয়া গেছে নাজমুন মুনিরা ন্যানিস ও ইমরান মাহমুদুলকে। চলচ্চিত্রের গানেও জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন এই দুই কণ্ঠশিল্পী। ‘চোখের দেখা’, ‘নিয়তি’ ও ‘বসগিরি’ ছবির গানগুলো জনপ্রিয়ও হয়। কোনো এক অজানা কারণে ২০১৭ সালের পর আর একসঙ্গে গাওয়া হয়নি তাঁদের।
বিজ্ঞাপন
নিজের স্টুডিওতে গানটি রেকর্ডিংয়ের সময় তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে ইমরান লেখেন, ‘অনেক বছর পর ন্যানিস আপুর সঙ্গে ফিল্মের গান করলাম। ’
সিনেমা ও অডিওতে জনপ্রিয় গানের এই জুটিকে এত দিন কেন একসঙ্গে পাওয়া যায়নি, এর উত্তর জানেন না ইমরান। বলেন, ‘আমাদের যোগাযোগ কিন্তু বরাবরই ছিল। দুজনই নিয়মিত গান করেছি, শুধু একসঙ্গে গাওয়া হয়নি। অবশ্য সিনেমার গানে তো শিল্পী বাছাই হয় নির্মাতা-প্রযোজকের পছন্দে। পর্দায় কে কণ্ঠ মেলাবেন, গল্প কেমন—এমন অনেক কিছুই হিসাব করতে হয়। এসব কারণেই এত দিন সিনেমার গানে আমাদের একসঙ্গে পাওয়া যায়নি। অনেক দিন পর ন্যানিস আপুর সঙ্গে গেয়ে খুবই আনন্দ পেয়েছি। ’