নিনো চেরুটি
♦ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। পাত্র সৈয়দ আজগর একটি এজেন্সিতে কর্মরত। শনিবার তিশার বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বাগদান হয়। ২ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
বিজ্ঞাপন
♦ বাউল শাহ আব্দুল করিমের ৪৭২টি গানের কপিরাইট পেয়েছে তাঁর পরিবার। প্রয়াত বাউলের ছেলে শাহ নূর জালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
♦ গীতিকার-সুরকার ফজলুল হক সরকার স্বপ্নীল মারা গেছেন। শনিবার রাত ১১টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। বাপ্পা মজুমদার, সন্দীপন, হৈমন্তী মন, নদীসহ অনেক শিল্পীর জন্য গান লিখেছেন এবং সুর করেছেন স্বপ্নীল। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
♦ শোনা যাচ্ছে, কমেডিয়ান কপিল শর্মার বায়োপিক ‘ফানকার’-এ স্বয়ং কপিলই অভিনয় করবেন। খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
♦ করোনায় আক্রান্ত লতা মুঙ্গেশকরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বাড়তি যত্নের জন্য তাঁকে আরো কিছুদিন নিবিড় পর্যবেক্ষণ কক্ষে রাখতে চান চিকিৎসকরা।
♦ ইতালির প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা নিনো চেরুটি শনিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।