‘মা বাবা ভাই বোন’ ধারাবাহিকের একটি দৃশ্য
মা বাবা ভাই বোন
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে হাসান রেজাউলের চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। এনটিভিতে প্রচারিত হয় রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হোরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, তাসনুভা তিশা, শম্পা রেজা, সাজু খাদেম প্রমুখ।
আলতা ফড়িং
বাবাহারা এক মেয়ে ফড়িং।
বিজ্ঞাপন