kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

টিভি হাইলাইটস

১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

‘অদল বদল’ ধারাবাহিকের একটি দৃশ্য

আজ থেকে অদল বদল

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অদল বদল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হবে নাটকটি। ‘অদল বদল’-এর বিভিন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, ফারহানা মিলি, ডা. এজাজ।

বিজ্ঞাপন

 

দ্য কপিল শর্মা শো

সনি টেলিভিশনে চলছে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর তৃতীয় সিজন। আজকের পর্বের বিশেষ অতিথি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শেখর ধাওয়ান ও ঋষভ পান্ট। উপস্থাপনায় যথারীতি কপিল শর্মা। অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১০টায়।সাতদিনের সেরা