kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

আরো খবর

১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

কিরণ রাও ও আমির খান

►        বিচ্ছেদ হলেও আমির খানের সঙ্গে বন্ধুত্ব অটুট কিরণ রাওয়ের। কিরণের দ্বিতীয় ছবির প্রযোজকও আমির। জানা গেছে, নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং শুরু হবে দ্রুতই। ২০১০ সালে ‘ধোবি ঘাট’ দিয়ে পরিচালনায় আসেন কিরণ।

বিজ্ঞাপন

ওই ছবিরও প্রযোজক ছিলেন আমির।  

►        তথ্যচিত্র ‘বিয়ন্ড দ্য স্টার’-এ সালমান খানের দুষ্পাপ্য সব ফুটেজ দেখানো হবে।  

►        নতুন ছবি ‘মেড ইন ইন্ডিয়া’তে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ছবিটি পরিচালনা করবেন দীর্ঘদিন রাজকুমার হিরানির সহকারী হিসেবে কাজ করা করণ নরবেকার।

►        হরর থ্রিলার ছবি ‘অল ফান অ্যান্ড গেমস’-এ দেখা যাবে ‘সেক্স এডুকেশন’খ্যাত আশা বাটারফিল্ড ও ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত নাতালিয়া ডেয়ারকে।

►        এবারের বাফটা উপস্থাপনা করবেন রেবেল উইলস। সরাসরি দর্শক উপস্থিতিতে অনুষ্ঠান হবে ১৩ মার্চ।

►        ফের নির্ভানার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন স্পেনসার এলডেন। ব্যান্ডটি তাদের বিখ্যাত ‘নেভারমাইন্ড’ অ্যালবামের প্রচ্ছদ হিসেবে শিশু বয়সের এলডেনের নগ্ন ছবি ব্যবহার করে।সাতদিনের সেরা