প্রিয়াঙ্কা চোপড়া
২০১৪ সালে ‘মেরি কম’ মুক্তির সময়ই উঠেছিল বিতর্কটা। মণিপুরের প্রখ্যাত এই বক্সারের চরিত্রে কেন প্রিয়াঙ্কা চোপড়া? কেন উত্তর-পূর্ব ভারতের কোনো অভিনেত্রীকে নেওয়া হলো না? এত দিন পর প্রসঙ্গটি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ‘ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই চরিত্রটিতে স্থানীয় কাউকে নেওয়া যেত। তবে অভিনেত্রী হিসেবে আমি ভীষণ লোভী, এমন চরিত্র পেয়ে খুশি হয়েছিলাম।
বিজ্ঞাপন
২০০৪ সালে ‘এইতরাজ’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী হিসেবে যে ছবি তাঁকে রাতারাতি পরিচিতি পাইয়ে দেয়। এ প্রসঙ্গে একই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে এমন নেতিবাচক না করতে অনেকেই বলেছিল। অনেক অভিনেত্রীর কাছে চরিত্রটি প্রত্যাখ্যাত হয়ে আমার কাছে আসে। মুক্তির পর আমাকে অবাক করে ব্যাপক প্রশংসিত হয় ছবিটি। অনেক বড় তারকা থাকলেও আমাকে নিয়ে শুরু হয় আলোচনা। ’
সূত্র : ভ্যানিটি ফেয়ার