সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুনকে নিয়ে গান লিখেছেন প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। ‘তুমি দাঁড়াও আমার পাশে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুদর্শনা অলকানন্দা কুণ্ডু। সংগীতায়োজন করেছেন সৌর। এর মধ্যে গানটি ভিডিও আকারে প্রকাশ পেয়েছে কামরুল মিথুন নামের ইউটিউব চ্যানেলে।
বিজ্ঞাপন
ধ্রুব এষ বলেন, ‘সন্জীদা ম্যাডাম সব সময় বাঙালি সংস্কৃতিকে মনেপ্রাণে ধারণ করেছেন, কখনো বিচ্ছিন্ন হতে দেননি। তিনিই পাকিস্তান সরকারের বাধা অমান্য করে সংস্কৃতজনদের নিয়ে আয়োজন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাংস্কৃতিক উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর মতো গুণী মানুষকে নিয়ে গান লিখতে পেরেছি ভেবে নিজেকে ভাগ্যবান মনে হয়েছে। তাঁকে সম্মান জানিয়েই গানটি করা। ’ সন্জীদা খাতুন ছায়ানটের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম, বর্তমানে সভাপতির পদে আছেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য তিনি। সন্জীদা খাতুন একাধারে শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। অন্যদিকে ধ্রুব এষ দেশের অন্যতম প্রচ্ছদশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়াশোনা করেছেন। ২৫ হাজারের বেশি বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি। হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলনসহ দেশের প্রথম সারির সব লেখকের বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি। পাশাপাশি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ‘রহস্য পত্রিকা’র শিল্প সম্পাদক হিসেবে কাজ করছেন।