kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

আরো খবর

১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

এবার আসছে কপিল শর্মার বায়োপিক

►          সুইডেনের গুটেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। এটি হবে ছবিটির নরডিক প্রিমিয়ার।

►          আসছে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার বায়োপিক। ‘ফানকার’ নামে ছবিটি পরিচালনা করবেন ‘ফুকরে’খ্যাত মৃগদ্বীপ সিং লাম্বা। তবে কপিলের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনো ঠিক হয়নি।

►          ২০২০ সালের হিট সিরিজ ‘আরিয়া’তে সুস্মিতা সেনের আগে প্রস্তাব দেওয়া হয় রাভিনা ট্যান্ডনকে। কিন্তু নানা কারণে সিরিজটি করতে পারেননি তিনি।

►          ‘পুষ্পা—দ্য রাইজ’-এর আইটেম গানে সামান্থার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে টুইট করেছেন কৃতি শ্যানন।

►          বিবিসির ব্যাপক জনপ্রিয় মিনি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি রিমেক দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে আদিত্য রয় কাপুরের। বড় বাজেটের সিরিজটিতে আগে হৃতিক রোশানের অভিনয়ের কথা ছিল।

►          ২০১৮ সালে মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত সুপারহিট ছবি ‘সিম্বা’র সিক্যুয়াল আসবে, নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। রণবীর এখন ‘সিম্বা’ পরিচালক রোহিত শেঠির সঙ্গে আরেকটি ছবি ‘সার্কাস’-এর শুটিং করছেন।

►          ছোট বেন জেমি লিন স্পিয়ার্সের সমালোচনায় সরব ব্রিটনি স্পিয়ার্স। লিন নিজের বই বিক্রি বাড়াতে তাঁর নাম ব্যবহার করছেন বলে অভিযোগ গায়িকার।

►          ‘রাস্ট’ দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করতে এ সপ্তাহেই অ্যালেক্স বল্ডউইন নিজের ফোন জমা দেবেন, জানিয়েছেন অভিনেতার আইনজীবী।সাতদিনের সেরা