kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

অন্তর্জাল

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্তর্জাল

বব বিশ্বাস

২০১২ সালে মুক্তি পাওয়া হিন্দি থ্রিলার ছবি ‘কাহানি’র চরিত্র বব বিশ্বাস ব্যাপক জনপ্রিয় হয়। সুজয় ঘোষ পরিচালিত ছবিতে আট মিনিটের চরিত্র করেই রাতারাতি খ্যাতি পান শাশ্বত চট্টোপাধ্যায়। ৯ বছর পর ছবির সেই চরিত্রটি নিয়ে স্পিন-অফ ছবি নির্মাণ করেছেন সুজয়ের কন্যা দিয়া অর্ণপূর্ণা ঘোষ। ৩ ডিসেম্বর ছবিটি সরাসরি মুক্তি পেয়েছে জি-ফাইভে।

বিজ্ঞাপন

এবার বব চরিত্রে শাশ্বতের বদলে অভিনয় করছেন অভিষেক বচ্চন। ছবিতে আরো আছেন চিত্রাঙ্গদা সিং, পরাণ বন্দ্যোপাধ্যায়।সাতদিনের সেরা