kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

সামান্থা ভেবেছিলেন মরেই যাবেন

রংবেরং ডেস্ক   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসামান্থা ভেবেছিলেন মরেই যাবেন

এ বছর অ্যামাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দিয়ে ব্যাপক পরিচিতি পান দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আসে অভিনেত্রীর বিচ্ছেদের খবর। অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে শুরু হয় নানা আলোচনা। কয়েক মাস চুপ থাকার পর অবশেষে বহুল চর্চিত ঘটনা নিয়ে মুখ খুললেন সামান্থা।

বিজ্ঞাপন

বললেন বিচ্ছেদ কিভাবে তাঁর চোখ খুলে দিয়েছে, ‘আমি নিজের শক্তি দেখে আশ্চর্য হয়েছি, ভেবিছিলাম আমি খুবই দুর্বল মানুষ। পুরো বিচ্ছেদের সময়টাতে ভেবেছিলাম মরে যাব, এতটা শক্ত থাকতে পারব ভাবিনি। এখন আমি নিজের মানসিক দৃঢ়তা নিয়ে গর্বিত, যা নিয়ে আগে কোনো ধারণাই ছিল না। ’

বিচ্ছেদ ভুলে ঘুরে দাঁড়াতে চান অভিনেত্রী। সম্প্রতি ফিলিপ জোনসের ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে নানা ঘাত-প্রতিঘাতের পর ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করতে চান না অভিনেত্রী, ‘এ বছর জীবনে যা কিছু হয়েছে তারপর ২০২২ নিয়ে আর কোনো পরিকল্পনা করছি না। নতুন বছর আমার কোনো প্রত্যাশা নেই, ভবিষ্যৎ যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তবে যা-ই করি নিজের সর্বোচ্চটা দিয়ে যাব। ’

 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেসসাতদিনের সেরা