kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

ইয়ুথ বাংলা চলচ্চিত্র উৎসব

রংবেরং প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইয়ুথ বাংলা চলচ্চিত্র উৎসব

সংবাদ সম্মেলনে আয়োজকরা

প্রথমবার ঢাকার উত্তরায় হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাংস্কৃতিক সংগঠন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই আয়োজন করছে। ১০ থেকে ১৬ ডিসেম্বর সপ্তাহব্যাপী উৎসব চলবে ‘টুগেদার উই অল, ডিভাইডেড উই ফল’ স্লোগানে। উৎসবে অংশ নেবে দেশ-বিদেশের নামকরা নির্মাতাদের ৬০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

বিজ্ঞাপন

গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইয়ুথ বাংলার প্রধান সীমা হামিদ। চলচ্চিত্র উৎসবের ভেন্যু থাকবে ইন্টারন্যাশনাল হোপ স্কুল থিয়েটার হল, যার আসনসংখ্যা ৪৫০টি। বিনা মূল্যে উৎসবের সব চলচ্চিত্র দেখতে পাবে দর্শক। সীমা হামিদ বলেন, ‘চলচ্চিত্র উৎসব দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলে। ভালো ছবি দেখার আগ্রহ জন্মায় সবার মধ্যে। বাইরের দেশের সংস্কৃতির সঙ্গেও ঘটে পরিচয়। আশা করছি আমাদের চলচ্চিত্র উৎসবটি সফল হবে। ’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, গাজী রাকায়েত, শম্পা রেজা, দিলারা জামান, শর্মিলী আহমেদ, নিপুণ আক্তার, এস আই টুটুল, শিমুল মোস্তফাসহ অনেকে।

 সাতদিনের সেরা