kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

বিচ্ছেদের ঘোষণা অন্তুর, কারণ জানতে চান পূজা

রংবেরং প্রতিবেদক   

৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিচ্ছেদের ঘোষণা অন্তুর, কারণ জানতে চান পূজা

অর্ণব অন্তুর সেলফিতে বাঁধন সরকার পূজা

সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল-অভিনেতা অর্ণব অন্তু ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন। দুই বছর চুটিয়ে সংসারও করেন। তবে দুই বছর ধরে তাঁরা আলাদা থাকেন বলে শোনা গেছে। এর মধ্যেই শুক্রবার মধ্যরাতে অন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানান, সংসারের ইতি টানতে যাচ্ছেন। তিনি লেখেন, ‘মহানের কাছে সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমাদের সাংসারিক যাত্রা আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’ গতকাল সকাল থেকে অন্তুর ব্যবহার করা মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এমনকি এই ঘোষণার পর পূজা নিজেও বারবার অন্তুর সঙ্গে যোগাযোগ করতে গিয়েও ব্যর্থ হন। পূজা বলেন, ‘আমি কিছুই বুঝলাম না। সকালে ঘুম থেকে ওঠার পরই অন্তুর স্ট্যাটাসটা চোখে পড়েছে। এর পর থেকে একের পর এক ফোন পাচ্ছি। বলতে গেলে এখন আমি ট্রমায় আছি। শুক্রবারেও অন্তুর সঙ্গে কথা হয়েছে। অথচ তখনো কিছু বলেনি আমাকে। অন্তুর পরিবারও স্ট্যাটাসটি নিয়ে বিব্রত।’ তবে সংসারে ইতি ঘটতে যাচ্ছে কি না সে ব্যাপারে পূজা বলেন, ‘অন্তু না চাইলে আমি আর এই সম্পর্ক দীর্ঘ করতে চাই না। তবে সে কেন বিচ্ছেদ ঘটাতে যাচ্ছে—তার সঠিক কারণ দিতে হবে। সে অন্য কোনো মেয়ের প্রেমে পড়লেও আমাকে জানাতে হবে। আমি আর দশটা মেয়ের মতো নই। সংসারজীবনে একজনের সঙ্গেই থাকতে চেয়েছি বরাবর। এখন অন্তু ফোন চালু করলে বিস্তারিত জানব। তারপর সিদ্ধান্ত নেব সংসার থাকবে কি থাকবে না।’সাতদিনের সেরা