kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

বঙ্গবন্ধু লেখা টুপি পরে প্রিমিয়ারে

রংবেরং প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু লেখা টুপি পরে প্রিমিয়ারে

শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং চলছে ঢাকায়। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। গতকাল তাঁর আরেক ছবি পুলিশি অ্যাকশনধর্মী ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেয়েছে দেশের ৫০টি প্রেক্ষাগৃহে। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল ছবিটির প্রিমিয়ার শো। ‘বঙ্গবন্ধু’র শুটিং সেট থেকে সরাসরি প্রিমিয়ারে চলে এলেন শুভ। গায়ে সাদা পাঞ্জাবি-পায়জামা ও চাদর। তবে সবার চোখ গেল অভিনেতার মাথায়, সবুজ রঙের মধ্যে সাদা কালিতে ‘বঙ্গবন্ধু’ লেখা টুপি পরে এসেছেন নায়ক। সবার কৌতূহল দেখে গণমাধ্যমের কাছে এ বিষয়ে মুখ খুললেন শুভ, ‘বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছি। সেখান থেকে ছুটি নিয়ে সরাসরি প্রিমিয়ারে এসেছি। তাই এভাবেই আসতে হয়েছে।’

‘মিশন এক্সট্রিম’ ছবির অন্যতম পরিচালক ফয়সাল আহমেদ জানালেন, মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। শুধু এই ছবিটি মুক্তি দিতেই করোনায় বন্ধ হয়ে যাওয়া ২০টি হল নতুন করে খুলেছেন হল মালিকরা।সাতদিনের সেরা