kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

অবশেষে প্রকাশ্যে

রংবেরং ডেস্ক   

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅবশেষে প্রকাশ্যে

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির প্রেমের গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উপলক্ষে একজন অন্যজনকে নিয়মিতই শুভেচ্ছা জানান। এমনকি এ বছরের জুলাইয়ে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের সময় রাহুলের সঙ্গী হয়েছিলেন আথিয়া—এমন খবরও প্রকাশিত হয়েছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু রাহুল বা আথিয়া এ নিয়ে কখনো মুখ খোলেননি।

বিজ্ঞাপন

অবশেষে প্রথমবারের মতো খেলা ও শোবিজের দুই তারকা একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন। ১ ডিসেম্বর মুম্বাইতে হয় আথিয়ার ভাই আহান শেঠির প্রথম ছবি ‘তাড়াপ’-এর প্রিমিয়ার। সেখানেই হাজির হয়েছিলেন রাহুল। অনুষ্ঠানে আলোকচিত্রীদের অনুরোধে রাহুল ও আথিয়া দুজনেই সাবলীলভাবে ছবির জন্য পোজ দেন, যা তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা বলেই মনে করা হচ্ছে। ছবির প্রিমিয়ারে আথিয়া, আহান ছাড়াও হাজির ছিলেন সুনীল শেঠিসহ পুরো পরিবার। এ ছাড়া ছিলেন জ্যাকি শ্রফ, কিম শর্মা, টেনিস তারকা লিয়ান্ডার পেজ প্রমুখ। ২০১৫ সালে ‘হিরো’ দিয়ে বলিউডে অভিষেক আথিয়ার। সর্বশেষ তাঁকে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে ‘মোতিচুর চাকনাচুর’ ছবিতে দেখা গেছে। অন্যদিকে রাহুল ভারতীয় ক্রিকেট দলের তিন সংস্করণেই নিয়মিত ওপেনিং ব্যাটার। সর্বশেষ ১৯ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেলেছেন।

এদিকে কয়েক দফা পেছানোর পর ‘তাড়াপ’ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে আহানের জুটি তারা সুতারিয়া।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেসসাতদিনের সেরা