kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

ট্রিগার চাপেননি বল্ডউইন!

রংবেরং ডেস্ক   

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেট্রিগার চাপেননি বল্ডউইন!

২১ অক্টোবর ‘রাস্ট’ ছবির সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ব্যবহূত প্রপ বন্দুকের গুলিতে মারা যান সিনেমাটোগ্রাফার হালিনা হাচিন্স, আহত হন পরিচালক জোয়েল সুজা। সাড়া দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনার প্রায় দেড় মাস পর প্রথমবার সাক্ষাৎকার দিলেন বল্ডউইন। মার্কিন চ্যানেল ‘এবিসি নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতার দাবি, তিনি আদতে ট্রিগারই চাপেননি! চ্যানেলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারের প্রচারণামূলক একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে বল্ডউইনকে প্রশ্ন করা হয়, গুলি চালানোর ঘটনা কি চিত্রনাট্যে ছিল? উত্তরে অভিনেতা বলেন, ‘ট্রিগার চাপাই তো হয়নি, আমি ট্রিগার চাপিনি।

বিজ্ঞাপন

জীবনেও কারো দিকে বন্দুক তাক করব না, কখনোই না। ’ তিনি যদি ট্রিগার না চাপেন তবে বন্দুক থেকে গুলি বের হলো কিভাবে? ‘এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমাকে বলা হয়েছিল, ওটা কোল্ড গান [খালি বন্দুক]। এমনকি শুটিং সেটেই কোনো গুলি থাকার কথা না,’ বলেন বল্ডউইন। সাক্ষাৎকারের প্রমোতে কথা বলার সময় অভিনেতাকে কাঁদতে দেখা যায়। সাক্ষাৎকারটিকে গেল দুই দশকে তাঁর সবচেয়ে কঠিন সাক্ষাৎকার বলেও অভিহিত করেন বল্ডউইন।

সূত্র : বিবিসিসাতদিনের সেরা