kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

সিয়ামের সঙ্গী হওয়ার সুযোগ

রংবেরং প্রতিবেদক   

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিয়ামের সঙ্গী হওয়ার সুযোগ

সিয়াম আহমেদ

৭ জানুয়ারি মুক্তি পাবে এম রাহিমের ‘শান’। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী নায়ক সিয়াম আহমেদ। তাঁর সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি। সিয়াম-পূজার ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দুটি পেয়েছিল জনপ্রিয়তা। এবার তৃতীয় ছবিও দর্শকদের মন জয় করুক এটা চান সিয়াম। আর এর জন্য দরকার জোর প্রচারণাও। এর মধ্যে ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। একটি গানের টিজারও এসেছে দর্শকদের সামনে, কিন্তু এ রকম ছোট্ট ছোট্ট ঝলক নিয়ে খুশি নন সিয়াম। চান এমন কিছু—যেন সারা দেশ নড়েচড়ে বসে। আর তাই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শরণাপন্ন হয়েছেন, ‘সারা দেশের যে কেউ আমাদের সহযোগিতা করতে পারেন। নতুন নতুন প্রচারণার কৌশল জানিয়ে হয়ে যেতে পারেন আমাদের টিম মেম্বার। যাঁর কৌশল ভালো লাগবে, তাঁকে পুরস্কৃতও করা হবে।’ সিয়াম আরো বলেন, ‘সারা দেশে অনেক মেধাবী ছেলে-মেয়ে রয়েছেন। আমরা হয়তো প্রচার নিয়ে যেটা কল্পনাও করিনি, তাঁরা সেটা করে দেখাতে পারেন। আমি সে জন্যই তাঁদের সহযোগিতা চাই। কারণ সবাই জানে প্রচারেই প্রসার।’সাতদিনের সেরা