kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

বাগদান সারা

রংবেরং ডেস্ক   

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগদান সারা

বাদার শামাস ও লিন্ডসে লোহান

দুই বছর ধরেই বাদার শামাসের সঙ্গে প্রেম করছিলেন লিন্ডসে লোহান। এর মধ্যে বেশ কয়েকবার তাঁদের বাগদান ও বিয়ের খবর চাউর হয়েছে। তবে সেসব ছিল ভুয়া। এবার লোহান নিজেই নিশ্চিত করলেন বাগদানের খবর। কবে বাগদান হয়েছে সেটা না জানালেও ‘মিন গার্লস’ অভিনেত্রী ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে শামাসের সঙ্গে বাগদানের খবর নিশ্চিত করেন। একসঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমার জীবন, আমার পরিবার, আমার ভবিষ্যৎ।’ সঙ্গে বাগদানের আংটির একটি ইমোজিও দিয়েছেন। জানা গেছে, সুইজারল্যান্ডভিত্তিক একটি ব্যাংকিং প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন শামাস। একটি অনুষ্ঠানে লোহানের সঙ্গে তাঁর পরিচয় হয়, এরপর তা প্রেমে গড়ায়।

গেল পাঁচ বছরে লোহানের এটি দ্বিতীয় বাগদান। আগে ২০১৬ সালে রাশিয়ান ধনকুবের এগর তারাবাসভের সঙ্গে বাগদান হয়। তবে এক বছর পরেই তা ভেঙে যায়। তখন তারাবাসভের বিরুদ্ধে নির্যাতন ও অর্থ চুরির অভিযোগ এনেছিলেন লোহান।

সূত্র : পিপলডটকমসাতদিনের সেরা