kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

আরো খবর

২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে►       কায়রো চলচ্চিত্র উৎসবে আজ সন্ধ্যায় দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকীর ইংরেজি ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। উৎসবে যোগ দিতে গতকাল ঢাকা ছেড়ে গেছেন পরিচালক। তাঁর সঙ্গে উৎসবে যোগ দেবেন ছবির সংগীত পরিচালক ও সহপ্রযোজক এ আর রহমান এবং প্রধান নারী চরিত্রের অভিনেত্রী মেগান মিশেল।

►       ভ্যাকসিন নেওয়ার পরও এক মাসে দুইবার কভিড টেস্টে পজিটিভ হলেন ব্রায়ান অ্যাডামস।

বিজ্ঞাপন

বর্তমানে ইতালির মিলানে রয়েছেন কানাডিয়ান এই গায়ক। মিলানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

►       এ বছর দ্রুত অ্যালবাম বিক্রির ক্ষেত্রে সুইডিশ ব্যান্ড ‘অ্যাবা’র ‘ভয়েজ’কে পেছনে ফেলল অ্যাডেলের অ্যালবাম ‘৩০’। ৫ নভেম্বর মুক্তি পাওয়া ‘ভয়েজ’ প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে দুই লাখ চার হাজার কপি এবং ১৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘৩০’ বিক্রি হয়েছে দুই লাখ ৬১ হাজার কপি।

►       নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা কনটেন্টের রেকর্ড গড়েছে ‘রেড নোটিশ’। ছবিটির প্রধান অভিনেতা ডোয়াইন জনসন ইনস্টাগ্রামে জানান, মাত্র ১১ দিনে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।

►       শুক্রবার রাতে ৯১ বছর বয়সে মারা গেছেন ‘ওয়েস্ট সাইড স্টোরি’ খ্যাত আমেরিকান সুরকার-গীতিকার স্টিফেন সন্ডহেইম।সাতদিনের সেরা