kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

করোনায় আক্রান্ত রহমত-জলি দম্পতি

রংবেরং প্রতিবেদক   

২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত রহমত-জলি দম্পতি

অভিনয়শিল্পী দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চলছে তাঁদের চিকিৎসা। খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে নিয়মিত তাঁদের খোঁজ নিচ্ছি।

বিজ্ঞাপন

জলি আপার অবস্থা শুরুতে বেশ সংকটাপন্ন হলেও এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। রহমত ভাই মোটামুটি ভালো আছেন। তবে তাঁরা কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন সে বিষয়ে এখনো চিকিৎসকরা নিশ্চিত নন। আমরা তাঁদের দুজনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। ’সাতদিনের সেরা