kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

এস এম সুলতানের ছাত্রী

রংবেরং প্রতিবেদক   

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএস এম সুলতানের ছাত্রী

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় সাজেদুল আউয়ালের ‘মৃত্যুঞ্জয়ী’। ছবির শুটিং শুরুর আগেই এ বছরের এপ্রিলে মারা যান ‘ছিটকিনি’ খ্যাত এই নির্মাতা। তাঁর অবর্তমানে ছবিটি নির্মাণ করছেন উজ্জ্বল কুমার মণ্ডল। ছবির অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন ফারজানা ছবি। পর্দায় প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ছাত্রী পম্পা দাশের চরিত্রে অভিনয় করবেন ছবি। ‘চিত্রশিল্পী এস এম সুলতানের এই ছাত্রী শিল্পীর আর্ট কলেজ শিশুস্বর্গের শিক্ষিকাও। গল্পে এস এম সুলতানের বিভিন্ন চিত্রকর্মের সঙ্গে দর্শকের সংযোগ ঘটাবেন। এর মাধ্যমে ছবিতে উঠে আসবে মুক্তিযুদ্ধের অজানা এক অধ্যায়’, বললেন ফারজানা ছবি। শিগগিরই ছবির শুটিং শুরু হবে। ছবি ছাড়াও অভিনয় করবেন জাহিদ হোসেন শোভন, নরেশ ভুইয়া, হামিদুর রহমান ও কাজী রাজু।

প্রয়াত নির্মাতা সাজেদুল আউয়াল প্রসঙ্গেও বললেন ছবি, ‘তাঁর পরিচালনায় আগেও বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছে। এবার তাঁর কাহিনি, সংলাপ ও গবেষণাধর্মী চিত্রনাট্যে অভিনয় করতে যাচ্ছি। তাঁর মৃত্যুর পর ছবিটি নির্মাণ করবে তাঁর টিম। তবে আমি প্রতি মুহূর্তে তাঁর অনুপস্থিতি অনুভব করব।’সাতদিনের সেরা