kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

ছবিতে সংবাদ

২১ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবিতে  সংবাদ

রাজশাহীর বিভিন্ন অঞ্চলে চলছে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবির শুটিং। কখনো পদ্মাপার, কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবার কখনো সাঁওতালপল্লীতে শুটিং করছেন সিয়াম আহমেদ। ওপরের ছবিতে পদ্মাপারে শুটিং চলাকালে সিয়ামকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন দীপন। পাশেই পরিচালকের পোষা কুকুর

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক প্রথমবার অভিনয় করলেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবিতে।

বিজ্ঞাপন

গতকাল হাতিরঝিলে আমান রেজা ও তানহা তাসনিয়ার সঙ্গে শুটিংয়ে অংশ নেন তিনি। পর্দায় তাঁকে পাওয়া যাবে পরিচালকের ভূমিকাতেই [ছবিতে বাঁ থেকে দ্বিতীয়]সাতদিনের সেরা