kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

ভেঙে গেল ‘সেনোরিটা’ জুটি

রংবেরং ডেস্ক   

১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভেঙে গেল ‘সেনোরিটা’ জুটি

শন মেন্ডেস ও কামিলা কাবেলো

কানাডিয়ান গায়ক শন মেন্ডেস ও কিউবান গায়িকা কামিলা কাবেলোর সম্পর্ক ভেঙে গেছে। ১৭ নভেম্বর এক যৌথ বিবৃতিতে এই তারকা বলেন, ‘আমরা নিজেদের রোমান্টিক সম্পর্ক ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। তবে মানুষ হিসেবে একের প্রতি অন্যের ভালোবাসা আরো তীব্র হয়েছে। ভালো বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল, ভালো বন্ধু হিসেবেই সেটা সামনে এগিয়ে নিয়ে যাব।

বিজ্ঞাপন

আসছে দিনগুলোতে সবার সমর্থন চাই। ’ বিশ্ব সংগীতের দুই জনপ্রিয় তারকার সম্পর্ক ভাঙার কারণ জানা যায়নি। এ মাসের প্রথম সপ্তাহেও ফ্লোরিডার সমুদ্রসৈকতে তাঁদের চুম্বনরত অবস্থায় দেখা গেছে। তা ছাড়া কয়েক মাস আগে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে একসঙ্গে পারফরম করেছেন দুজন, মেট গালায় গিয়েছেন, কাবেলোর অভিষেক ছবি ‘সিনডেরেলা’র প্রিমিয়ারেও হাজির ছিলেন দুজন।

শন-কাবেলোর প্রথম দেখা ২০১৪ সালে এক অনুষ্ঠানে। তখন তাঁদের মধ্যে স্রেফ বন্ধুত্বই ছিল। ২০১৯ সালের জুনে শন ও কাবেলোর দ্বৈত গান ‘সেনোরিটা’র মুক্তির পরই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জন সত্যি করে সেই বছরের সেপ্টেম্বরে তাঁরা প্রেমের কথা স্বীকার করেন। কিন্তু দুই বছরের বেশি টিকল না সে সম্পর্ক। ‘সেনোরিটা’ মুক্তির পর টানা কয়েক সপ্তাহ বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষে ছিল।

দুই বছর আগে একবার চাউর হয়, গানের প্রচারের জন্যই প্রেমের অভিনয় করছেন তাঁরা। তবে এক সাক্ষাৎকারে শন দাবি করেছিলেন, তাঁদের প্রেম ‘সত্যি’। আর ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘শন মেন্ডেস—ইন ওয়ান্ডার’ তথ্যচিত্রে কাবেলো বলেছিলেন, ‘সে নিজের কাজের প্রতি দারুণ মনোযোগী। অনেকে হয়তো বিশ্বাস করবে না, ওর ট্যুরের সময়টাতে আমাদের একবারও দেখা হয়নি। ’        

সূত্র : বিলবোর্ডসাতদিনের সেরা