kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

জন্মদিনে বাগদানের ঘোষণা মিমের

রংবেরং প্রতিবেদক   

১১ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজন্মদিনে বাগদানের ঘোষণা মিমের

বাগদান হয়ে গেছে জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের। হবু বর একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত। খবরটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। মিম জানিয়েছিলেন, জন্মদিনে ভক্তদের একটা ‘সারপ্রাইজ’ দেবেন।

বিজ্ঞাপন

গতকাল ছিল তাঁর জন্মদিন। কথা রেখেছেন মিম।

গত রাত ৯টায় নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে বাগদানের ঘোষণা দিলেন মিম। তবে হবু বরের পরিচয় ও নামধাম কিছুই জানাননি। বাগদান কবে হলো জানাননি সেটাও। ফেসবুকে হবু বরের সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লিখেন, ‘ছয় বছর আগে আমাদের এই হাস্যোজ্জ্বল আনন্দযাত্রা শুরু হয়েছিল। আজ বিশেষ একটি দিন (জন্মদিন)। আজ থেকে আমাদের নতুন জীবনের পথচলার শুরু। ফাইনালি এনগেজড!’

এই পোস্ট দেওয়ার পর থেকেই মিমের মুঠোফোন বন্ধ। তবে পাওয়া গেল অভিনেত্রীর সহকারীকে। তিনি বলেন, ‘আপুর হবু বরের নাম সনি পোদ্দার। এর বেশি কিছু বলা নিষেধ। বাকি তথ্য পরে আপুই জানাবেন। ’সাতদিনের সেরা